দীর্ঘ মেয়াদী কোভিড (Long COVID)

​​'Long COVID'-এর লক্ষণ এবং কীভাবে নিজেকে রক্ষা করবেন সে সম্পর্কে জানুন
Download  

Long COVID কী?

COVID-19 অন্যান্য অনেক ভাইরাসের মতোই কাশি বা ক্লান্তির মতো দীর্ঘস্থায়ী উপসর্গ তৈরি করতে পারে। তবে অধিকাংশ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সেরে ওঠে।

Long COVID হলো এমন একটি অবস্থা যেখানে কেউ COVID-19 –এ আক্রান্ত হওয়ার কমপক্ষে ৩ মাস পরও দীর্ঘমেয়াদি উপসর্গ অনুভব করে এবং এই উপসর্গগুলো অন্ততঃ ২ মাস ধরে চলতে থাকে। Long COVID -এর জন্য কোনও নির্দিষ্ট পরীক্ষা নেই। একই ধরনের উপসর্গ সৃষ্টি করতে পারে এমন অন্যান্য স্বাস্থ্য সমস্যাগুলো অবশ্যই বাদ দিয়ে চিকিৎসকরা এটি নির্ণয় করেন।

Long COVID কীভাবে হয়, কারা ঝুঁকিতে থাকে এবং এর চিকিৎসার উপায়গুলো কী—এসব বোঝার জন্য গবেষণা এখনো চলছে। Long COVID এড়ানোর সর্বোত্তম উপায় হলো নিজেকে COVID-19 থেকে সুরক্ষিত রাখা।

Long COVID-এর উপসর্গ কী কী?

Long COVID -এর উপসর্গ হালকা বা গুরুতর হতে পারে। বয়স্কদের মধ্যে সাধারণ উপসর্গগুলো হলো:

  • ক্লান্তি
  • শ্বাসকষ্ট বা শ্বাসপ্রশ্বাসে সমস্যা
  • স্মৃতি, মনোযোগ বা ঘুমের সমস্যা
  • স্থায়ী কাশি
  • বুকে ব্যথা
  • মাথাব্যথা
  • পেশীতে ব্যথা
  • ঘ্রাণ বা স্বাদের হ্রাস
  • বিষণ্ণতা বা উদ্বেগ।

শিশুদের মধ্যে Long COVID কম দেখা যায়। ১৬ বছর বা তার কম বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের ক্ষেত্রে উপসর্গগুলোর মধ্যে রয়েছে:

  • মেজাজের লক্ষণ যেমন বিষণ্ণতা, উদ্বেগ এবং বিরক্তি
  • ক্লান্তি
  • মনোযোগ বা শেখার সমস্যা
  • ঘুমের সমস্যা

Long COVID এবং একই ধরনের অন্যান্য অবস্থার (যেমন ফুসফুস, হৃদপিণ্ড বা স্নায়ুতন্ত্র সম্পর্কিত সমস্যা) মধ্যে পার্থক্য করা কঠিন হতে পারে। তাই, যদি আপনি এমন কোনো উপসর্গ অনুভব করেন যা নিয়ে আপনি চিন্তিত, তবে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা গুরুত্বপূর্ণ।

Long COVID সংক্রামক নয়, যদিও আপনার উপসর্গ থাকতে পারে।

Long COVIDকত সময় স্থায়ী হয়?

অধিকাংশ মানুষ COVID-19 থেকে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়, তবে কিছু মানুষের উপসর্গ কয়েক সপ্তাহ বা মাস ধরে থাকতে পারে। যখন উপসর্গ অন্ততঃ ৩ মাস ধরে চলতে থাকে, তখন এটিকে Long COVID বলা হয়।

সল্প সংখ্যক মানুষের ক্ষেত্রে Long COVID -এর উপসর্গ ১২ মাস বা তার বেশি সময় ধরে থাকতে পারে।

Long COVID-এরঝুঁকি কাদের বেশি?

বর্তমান গবেষণায় দেখা গেছে, Long COVID-এর ঝুঁকি বেশি থাকে:

  • যারা COVID-19 ভ্যাকসিন গ্রহণ করেননি
  • যাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা রয়েছে, যেমন: ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি কিডনি রোগ, স্থূলতা এবং হাঁপানি
  • যারা COVID-19 থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন (হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়েছে)
  • যারা একাধিকবার COVID-19–এ আক্রান্ত হয়েছেন
  • ৬৫ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে

আমি কীভাবে Long COVIDমোকাবিলা করব?

যদিও Long COVID-এর অধিকাংশ উপসর্গ বাড়িতেই মোকাবিলা করা যায়, উপসর্গগুলো প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে। আপনার উপসর্গ নিয়ে যদি উদ্বিগ্ন হন, তবে চিকিৎসকের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ।

Long COVID-এর চিকিৎসার উদ্দেশ্য হলো উপসর্গ এবং যেকোনো জটিলতা নিয়ন্ত্রণ করা। Long COVID-এর জন্য কোনো একক চিকিৎসা নেই। যদি আপনার Long COVID থাকে, তবে বিশ্রাম নেওয়া এবং সুস্থ হওয়ার সময় অতিরিক্ত ক্লান্তিকর কাজ এড়ানো গুরুত্বপূর্ণ।

বাড়িতে উপসর্গগুলো কীভাবে মোকাবিলা করবেন সেই বিষয়ে চিকিৎসক আপনাকে নির্দেশ দেবেন বা আপনাকে একজন বিশেষজ্ঞের কাছে পাঠাবেন।

Long COVIDথেকে আমি কীভাবে নিজেকে রক্ষা করতে পারি?

Long COVID থেকে নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে ভালো উপায় হলো COVID-19 –এ সংক্রমিত না হওয়া। আপনি COVID নিরাপদ আচরণগুলো অনুশীলন করে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন:

  • আপনার COVID-19 টিকা সম্পর্কে আপডেট থাকুন
  • যদি আপনার লক্ষণ থাকে তবে পরীক্ষা করান
  • ভালভাবে হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুশীলন করুন, যেমন নিয়মিত হাত ধোয়া
  • ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলুন এবং ভাল বায়ুচলাচলযুক্ত স্থানে একত্রিত হন
  • আপনার যদি COVID-19-এর কারণে গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন এবং অসুস্থ হলে কী করবেন সে সম্পর্কে পরিকল্পনা করুন, যার মধ্যে রয়েছে কী ধরণের পরীক্ষা করাবেন এবং আপনি অ্যান্টিভাইরাল ওষুধের জন্য যোগ্য কিনা তা নিয়ে আলোচনা করুন।

আরও তথ্য


Current as at: Thursday 27 November 2025
Contact page owner: Communicable Diseases